Posts

গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদীসরকারের-হজের ভর্তুকি বাতিল! এক উল্লেখযোগ্য খাতে লাগানো হবে সেই টাকা।

Image
নোটবন্দি ও GST এর পর আরো এক বড়ো ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো মোদী সরকার যারা সরাসরি প্রভাব পড়বে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে। যা এত দিন পর্যন্ত কংগ্রেস সরকার করে দেখতে পারেনি,তা করে দেখালো মোদী সরকার।   কেন্দ্র সরকার হজ যাত্রার জন্য দেওয়া সাবসিডি পুরোপুরো বন্ধ করে দেয়ার ঘোষণা করলো।কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আব্বাস নাকিব জানান এবার থেকে হজে যাওয়ার জন্য সংখ্যালঘুদের কোনো সাবসিডি দেওয়া হবে না।এই বছর থেকে হজে যাওয়ার জন্য ভূর্তুকি বন্ধ করে তা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার জন্য খরচ করা হবে।মুক্তার আব্বাস জানিয়েছেন এই বছর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মুসলিম হজে যাবেন সাবসিডি ছাড়াই হজে যাবেন।প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা খরচ হতো হজের ভর্তুকি জন্য সেই টাকা এবার খরচ হবে সংখ্যালঘু মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য।এই পদক্ষেপে খুশি সংখ্যালঘু সম্প্রদায় থেকে সাধারণ মানুষ সবাই 24 ghanta live news 24 ghanta

গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদীসরকারের-হজের ভর্তুকি বাতিল! এক উল্লেখযোগ্য খাতে লাগানো হবে সেই টাকা।

Image
নোটবন্দি ও GST এর পর আরো এক বড়ো ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো মোদী সরকার যারা সরাসরি প্রভাব পড়বে সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে। যা এত দিন পর্যন্ত কংগ্রেস সরকার করে দেখতে পারেনি,তা করে দেখালো মোদী সরকার।   কেন্দ্র সরকার হজ যাত্রার জন্য দেওয়া সাবসিডি পুরোপুরো বন্ধ করে দেয়ার ঘোষণা করলো।কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আব্বাস নাকিব জানান এবার থেকে হজে যাওয়ার জন্য সংখ্যালঘুদের কোনো সাবসিডি দেওয়া হবে না।এই বছর থেকে হজে যাওয়ার জন্য ভূর্তুকি বন্ধ করে তা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার জন্য খরচ করা হবে।মুক্তার আব্বাস জানিয়েছেন এই বছর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মুসলিম হজে যাবেন সাবসিডি ছাড়াই হজে যাবেন।প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা খরচ হতো হজের ভর্তুকি জন্য সেই টাকা এবার খরচ হবে সংখ্যালঘু মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য।এই পদক্ষেপে খুশি সংখ্যালঘু সম্প্রদায় থেকে সাধারণ মানুষ সবাই 24 ghanta live news 24 ghanta

১২ ঘন্টা নিখোঁজ থাকার পর প্রেসকনফারেন্সে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিশ্ব হিন্দু সংঘটনের নেতা প্রবীণ তেগোরিয়া।

Image
সোমবার থেকে নিখোঁজ ছিলেন বিশ্বহিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।১২ ঘন্টা নিখোজ থাকার পর আমেদাবাদের শাহীবাগ এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন তোগাড়িয়া।উদ্ধার করার  পর উনাকে আমেদাবাদের চন্দ্রমনি হাসপাতলে ভর্তি করা হয়েছিল।আজ মিডিয়া কনফারেন্স এ প্রবীণ তোগাড়িয়া রাজস্থান পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে বলেন,"পুলিশ দুইদশকের এক পুরানো মামলায় আমার পেছনে পড়ে আছে।আমার কাছে খবর ছিল আমাকে এনকাউন্টার করার চেষ্টা চলছে।তাই আত্মগোপন করতে হয়।আমি বরাবরি রামমন্দিরে নির্মাণ,গোহত্যা বন্ধ নিয়ে সরব ছিলাম,তাই ওরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে।"তোগাড়িয়াজ আরও বলেন, আমি এখনো রাম মন্দির নির্মাণের জন্য কাজ চালিয়ে যাবো।আমি কাউকে ভয় পাইনা। আপনাদের জানিয়ে রাখি সোমবার দিন আমেদাবাদে শাহীবাগ এলাকার একটি টোটো থেকেও অচৈতন অবস্থায় গুজরাট পুলিশ উদ্ধার করেন প্রবীণ তেগোরিয়াকে।

১২ ঘন্টা নিখোঁজ থাকার পর প্রেসকনফারেন্সে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিশ্ব হিন্দু সংঘটনের নেতা প্রবীণ তেগোরিয়া।

Image
সোমবার থেকে নিখোঁজ ছিলেন বিশ্বহিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।১২ ঘন্টা নিখোজ থাকার পর আমেদাবাদের শাহীবাগ এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হন তোগাড়িয়া।উদ্ধার করার  পর উনাকে আমেদাবাদের চন্দ্রমনি হাসপাতলে ভর্তি করা হয়েছিল।আজ মিডিয়া কনফারেন্স এ প্রবীণ তোগাড়িয়া রাজস্থান পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে বলেন,"পুলিশ দুইদশকের এক পুরানো মামলায় আমার পেছনে পড়ে আছে।আমার কাছে খবর ছিল আমাকে এনকাউন্টার করার চেষ্টা চলছে।তাই আত্মগোপন করতে হয়।আমি বরাবরি রামমন্দিরে নির্মাণ,গোহত্যা বন্ধ নিয়ে সরব ছিলাম,তাই ওরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে।"তোগাড়িয়াজ আরও বলেন, আমি এখনো রাম মন্দির নির্মাণের জন্য কাজ চালিয়ে যাবো।আমি কাউকে ভয় পাইনা। আপনাদের জানিয়ে রাখি সোমবার দিন আমেদাবাদে শাহীবাগ এলাকার একটি টোটো থেকেও অচৈতন অবস্থায় গুজরাট পুলিশ উদ্ধার করেন প্রবীণ তেগোরিয়াকে।

পাকিস্তানকে করা জবাব ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের,যা শুনলে আপনিও গর্বিত হবেন..

Image
সেনা দিবসে পাকিস্তানকে করা ভাসায় জবাব দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।সোমবার বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় ৭ জন পাক রেঞ্জার্স খতম হয়। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন বাধ্য করলে আমরা অন্য ব্যবস্থা নেব ফের করা জবাব ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের।তবে অন্য ব্যবস্থা কী সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি সেনাপ্রধান বিপিন রাওয়াত। তবে তাঁর বার্তা পাকিস্তান যদি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ভারতের তরফ থেকে।

পাকিস্তানকে করা জবাব ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের,যা শুনলে আপনিও গর্বিত হবেন..

Image
সেনা দিবসে পাকিস্তানকে করা ভাসায় জবাব দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।সোমবার বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় ৭ জন পাক রেঞ্জার্স খতম হয়। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন বাধ্য করলে আমরা অন্য ব্যবস্থা নেব ফের করা জবাব ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের।তবে অন্য ব্যবস্থা কী সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি সেনাপ্রধান বিপিন রাওয়াত। তবে তাঁর বার্তা পাকিস্তান যদি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ভারতের তরফ থেকে।

নরেন্দ্রমোদী ও বেঞ্জামিন এর গলাগলিতে আপত্তি দেখানোই যা জবাব পেলেন...দেখুন সেই ভিডিও।

Image
আপনারা হয়তো দেখে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশ সফরে যতবার গিয়েছেন ততবার ওই রাষ্ট্রের প্রমুখের সাথে আলিঙ্গন করেছেন।১৪ জানুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী যখন ৬ দিনের সফরে ভারতের আসেন তখনও মোদীজি উনাকে আলিঙ্গন করে ভারতে স্বাগত জানান।যদিও এই গলাগলি করা বা অলিঙ্গনকে মোদী বিরোধীরা রাজনীতির রূপ দিয়েছেন।কংগ্রেস মোদীজির এই বেঞ্জামিনকে আলিঙ্গন করার উপর একটা অপমানজনক ভিডিও তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।বিরোধী দল রাজনীতি করতে গিয়ে ভুলে জান নরেন্দ্র মোদী শুধু বিজেপির নেতাই নন একই সাথে ভারতের প্রধানমন্ত্রী।এই সমস্ত বিষয়ের উপর রোহিত সারদানা  আজ তাক চ্যানেলে একটি শো হোস্টিং করছিলেন।এই শোতে আগত প্রবক্তা অনুরাগ বাহাদুরিয়াকে রোহিত জিজ্ঞাসা করেন,'মোদীজি বেঞ্জামিন এর সাথে গলাগলি করেছেন,এতে খারাপ কি আছে?'উত্তর আসে , 'খারাপ কিছুই নেই কিন্তু গলাগলি করে আমাদের কি লাভ হলো সেটা তো দেখতে হবে,।'এর পর থেকেই অনুরাগ বাবুকে কড়া ভাষায় জবাব দেন রোহিত।দেখুন সেই ভিডিও- Source