Posts

মোদী v/s মনমোহন: প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা নিয়ে বেরিয়ে এলো চমক দেওয়া তথ্য।

Image
কেন্দ্রে বিজেপি সরকার এই ৪ বছরে আসা হয়েছে। আর এই কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে বিকশিত হয়েছে তা এখন পুরো বিশ্বে প্রশংসিত হচ্ছে। ভারতের আর্থিক বৃদ্ধি বড়ো বড়ো উন্নত দেশকে পেছনে ফেলে দিয়েছে। আজ ভারত আন্তর্জাতিক স্তরে যে সম্পর্ক গড়ে তুলেছে তার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটুট পরিশ্রম রয়েছে। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খরচ নিয়ে বহুবার নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেছে। আপনাদের জানিয়ে দি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিদেশ যাত্রার খরচের পরিসংখ্যান বেরিয়ে এসেছে যা এবার বিরোধীদের মুখে লাগাম লাগানোর জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং এর থেকে বেশিদিন বিদেশ যাত্রা করেছেন ঠিকই কিন্তু মোদীজি উনার তুলনায় কত খরচ করেছেন সেটা এড়িয়ে যাওয়ার বিষয় নয়। একোনোমিস টাইমস নরেন্দ্র মোদী ও মনমোহন সিং এর সময়ের বিদেশ যাত্রার সমীক্ষা করেছে। একোনোমিস টাইমস মনমোহন সিং এর প্রথম ৪ বছর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪ বছরের যাত্রার অধ্যয়ন করেছে। বিরোধীরা মোদীজির বিদেশ যাত্রা নিয়ে হট্টগোল করলেও অব...

নরেন্দ্র মোদীর একটা অটোগ্রাফের জন্য লাগাতার বিয়ের প্রস্তাব আসছে রীতার কাছে।

Image
কিছু দিন আগে মেদিনীপুরে মোদীজি একটি জনসভা করেন। সেখানে অনেক মানুষ যান। খুব ভিড়ের জন্য সেখানকার প্যান্ডেলের কিছুটা অংশ ভেঙে পড়ে। তার ফলে সেখানে উপস্থিত কয়েক জন মানুষ আহত হয়। তাদের কে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। সেই আহত ব্যাক্তিদের মধ্যে ছিলেন ‘রীতা মুদি নামে এক তরুনী। তাদের কে সেখানে দেখতে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। তিনি সেখানে তাদেরকে দেখতে গিয়ে ‘রীতা মুদি নামে ওই তরুণীকে একটা কাগজে অটোগ্রাফ দিয়ে আসেন এবং সেই কাগজে লিখেন যে, ‘রীতা মুদি তুমি সুখে থাকো’। শুধু এইটুকু লিখাই এখন বদলে দিয়েছে বাঁকুড়ার তরুণীর জীবন। এক মুহুতে পালটে যায় তার জিবনের সমীকরন। কারন তাকে যে ব্যাক্তি অটোগ্রাফ দিয়েছিলেন তিনি হলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী। ১৯ বছর বয়সি রীতা মুদির জীবন পালটে দিয়েছেন মোদী হাতে লেখা সেই কয়েক টি শব্দ। রাতারাতি তিনি খ্যাতনামা হয়ে উঠেছেন। রানিবাঁধের শালগেড়ার বাসিন্দার রীতা মুদির জিবনে সেই খ্যাতির সাথে এসেছে সামান্য পরিমানে বিড়ম্বনাও। আর সেই বিড়ম্বনা হল সেই দিনের পর থেকে একের পর এক বিয়ের প্রস্তাব আসছে তার কাছে। এত ভালো ভাল...

পাকিস্থান নির্বাচনে হিন্দু নেতার দাপট! ১৪ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তৈরি করলেন ইতিহাস।

Image
কিছু দিন আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে। তার ফলাফল প্রকাশ হল। সেখানে দেখা গেছে যে, প্রথমবারের জন্য কোনো হিন্দু নেতা পাকিস্তানে নির্বাচনী লড়াই করে ভোটে জিতেছে। পাকিস্তানের এই সাধারন নির্বাচনে দেখা গেল প্রথমবার হিন্দু নেতা জিতে এমপি হলেন। সেই হিন্দুনেতার নাম ডঃ মহেশ কুমার মালানি। তিনি একাই লড়াই করে নিজের ক্ষমতায় সেখানে জিতেছে। তিনি জয়লাভ করেছেন থারপরকার আসনে যেটা সিন্ধু প্রান্তে অবস্থিত। সেই অঞ্চলে অন্য কোনো ধর্মের চেয়ে হিন্দু ভোটার তুলনামূলক বেশি বলেই জানা গিয়েছে। মালানি নামক যে নেতা সেখানে জিতেছেন তিনি সেখানে খুব জনপ্রিয় বলে জানা যায়। উনি যখন সেখানে নির্বাচনী সভা করতেন তখন সেখানে দেখার মত ভিড় হত। অন্য পার্টির নেতা দের তুলনায় তার জনসভাতে ভিড় বেশি হত। তার জনপ্রিয়তা শুধু মাত্র হিন্দুদের মধ্যের সীমাবদ্ধ হয়ে ছিল না, সেই এলাকাভুক্ত সমস্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যেও তার জনপ্রিয়তা ছিল সমান। বিজয়ী প্রাথি মালানি হল পাকিস্তান পিউপলস পার্টির নেতা। তিনি সেই পার্টি তে অনেক দিন ধরে আছেন। তাই তার জনপ্রিয়তা এখন পুরো একালা জুড়ে। ভোটে জিতে যাবার পর তিনি তার ট্যুইটার অ্যকাউন্ডে লিখেন যে আমাদের দল কে স...

বেরিয়ে এলো সবথেকে জনপ্রিয় ব্যাক্তিদের লিস্ট! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থান জানলে অবাক হবেন।

Image
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকপ্রিয়তা দেশ ও দেশের বাইরে দিন বেড়েই চলেছে যা দেখে সমস্যায় পড়েছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লোকপ্রিয়তাকে নজরে রেখে আগে যে সার্ভে গুলি বেরিয়েছিল তা পুরো বিশ্বকে অবাক করেছিল। এবার আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকপ্রিয়তা নিয়ে সার্ভে বেরিয়ে এসেছে যা বিরোধী নেতানেত্রীদের ঘুম করে নেবে। আসলে বিশ্বব্যাপী অনেক এজেন্সি বহ বিষয়ের উপর সার্ভে বের করে যার মধ্যে বিশ্বের জনপ্রিয় ব্যাক্তিদের উপরেও নিরীক্ষণ করে থাকে সংস্থাগুলি। এখন বিশ্বব্যাপী করা সার্ভেতে ভারতীয়দের স্থান থাকা দেশের জন্য গর্বের বিষয়। আর যদি সেই তালিকায় দেশের প্রধানমন্ত্রীর মতো ব্যাক্তির নাম থাকে তাহলে তো দেশের মানুষের গর্ব অনেকাংশে বৃদ্ধি পায়। সম্প্রতি এমনি একটা সার্ভের সূচি প্রকাশিত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী এমন স্থান পেয়েছে যা সকলকে চমকে দেওয়ার মতো। আসলে ইউ গভ নামে একটা সংস্থা ভারতের সবথেকে প্রশংসিত ব্যাক্তিদের তালিকা বের করেছে। এই সার্ভে শুধুমাত্র রাজনীতির উপর করা হয়নি বরং সার্ভে দেশের রাজনৈতিক,ব্যাবসা বাণিজ্য,খেলাধুলা,সংগীত,সাহিত্যিকের মতো নানা বিষয়ে লোকপ্রিয় মানুষদে...

হিন্দুদের আস্থার সন্মান রাখতে বড়ো পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথের সরকার।

Image
হিন্দুদের ইস্ট দেবতা ভগবান শিব। এই বাবা শিবের উপাসনা করার জন্য উনার ভক্তরা অনেকটা পথ অতিক্রম করে জল ঢালেন বাবার মাথায়। দেশের প্রায় সমস্ত জায়গায় হিন্দুরা বাবা শিবের পুজা করে থাকেন এই শ্রাবণ মাসে। ভক্তরা বাবা ভোলানাথের মাথায় জল দিয়ে পুণ্যলাভ করেন। সেই জন্যই বাবা শিবের মাথায় জল ঢালার জন্য কাওয়ার যাত্রা নামক একটি বিশেষ যাত্রা প্রচলিত আছে বিহার এবং উত্তর প্রদেশের এলাকাগুলিতে । সেটি আগামীকাল থেকে শুরু হতে চলেছে। দেশের সব জায়গা থেকে শিব ভক্তরা সেই যাত্রায় অংশগ্রহন করেন ভাগবান শিবের মাথায় জল ঢালার জন্য। কিছু না খেয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে বাবা শিবের মাথায় জল ঢেলে পুন্যতা লাভ করা হয় এটাই দীর্ঘদিনের রীতিনীতি। প্রতিবারের মতোই এবারও উত্তরপ্রদেশের যোগী সরকার নজর রাখছেন শিব ভক্তদের যাত্রা পথে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে এরার উল্লেখযোগ্য হল যে রাস্তা দিয়ে শিব ভক্তরা হেঁটে যান সেই রাস্তাতে সমস্ত মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। হিন্দুদের আস্থার উপর খেয়াল রেখেই এই পদক্ষেপ নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এছাড়াও যারা কাঁধ...

এক মহান স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে রাহুল গান্ধীর দল এমন কুমন্তব্য করলো যা যেকোনো দেশভক্তকে আঘাত দেবে।

Image
কংগ্রেস নেতারা লাগাতার বিজেপি সরকারের উপর আক্রমণ করছে এই বলে যে বিজেপি ইতিহাসকে অন্যভাবে পাঠ্যপুস্তকে পেশ করছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদেরকে যে ইতিহাস পড়ানো হয় সেখানে কংগ্রেসের মহিমামণ্ডপ ছাড়া আর কিছুই নেই। রাজনীতির খেলা কিভাবে ইতিহাসে খেলা হয় এটাও দেখার মতো বিষয়। যখন থেকে সঙ্ঘ স্থাপিত হয়েছে তখন থেকে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে সঙ্ঘের অবদানকে মিথ্যা করার চেষ্টা করে আসছে এবং দেশের ইতিহাস এমনভাবে পেশ করছে যেন একটা পরিবার(গান্ধী/নেহেরু পরিবার) দেশকে স্বাধীন করেছে। এখন গোয়াতে পাঠ্যপুস্তকে বীর সভারকারকে যুক্ত করার পর থেকে কংগ্রেস আপত্তি প্রকাশ করতে শুরু করেছে। কারণ রাহুল গান্ধীর দলের ধারণা এই যে ভারতকে স্বাধীনতা একটা পরিবার দিয়েছে। কংগ্রেস এর বক্তব্য আজ জওহরলাল নেহেরুকে সরিয়ে বীর সভারকারকে আনা হয়েছে তাহলে এবার মহাত্মা গান্ধীকেও সরিয়ে দেওয়া হবে। কংগ্রেসের দাবি, বিজেপি পাঠ্যপুস্তক থেকে ইংরেজদের সাথে লড়াই করা জওহরলাল নেহেরুর ছবি সরিয়ে নিজের মুক্তির জন্য ক্ষমা চাওয়া সভারকারের ছবি রাখা হয়ছে। এর জন্য কংগ্রেস একটা টুইট করেছে যেখানে তারা একদিকে জওহরলাল নেহেরুরু ছবি রেখেছে অন্যদিকে বীর ...

বিখ্যাত নির্বাচন বিশেষজ্ঞ ২০১৯ নির্বাচন নিয়ে যা তথ্য প্রকাশ করলেন তা বিরোধীদের ঘুম উড়িয়ে দেবে।

Image
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ভারতে বিপুল ভোটে জয়ী হয়েছিল এবং পূর্ণ বহুমতের সাথে ভারতে সরকার বানিয়ে ছিল। ২০১৯ এ মোদী সরকারের ৫ বছর পূর্ণ হতে চলেছে আর সেই ভিত্তিতে ভারতে আরো একবার নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নির্বাচন ফলাফলের বিশেষজ্ঞ এবং এই জগতে চাণক্য নামে পরিচিত প্রশান্ত কিশোর ২০১৪ তে বিজেপি জেতার সংকেত দিয়েছিল আর সেইমতো বিজেপি পূর্ণবহুমতে জয়লাভ করেছিল। এখন নির্বাচন সামনে আসার সাথে সাথে রাজনীতির সাথে যুক্ত মানুষদের দৃষ্টি আরো একবার প্রশান্ত কিশোরের দিকে পড়েছে। আর সেই হিসেবে প্রশান্ত কিশোর জনগণের সাথে লাগাতার কথা বলছেন এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের রায় শুনছেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে প্রশান্ত কিশোর যে তথ্য তুলে ধরেছেন তা দেশবাসীকে খুশি করে তোলার মতো। ন্যাশনাল এজেন্ডা নামক ওয়েবসাইটের মাধ্যমে প্রশান্ত কিশোর দেশবাসীদের সাথে জুড়ে রয়েছেন এবং বহু মানুষের রায় নিচ্ছেন। এই সার্ভেতে যে ব্যাক্তি সবথেকে বেশি লোকপ্রিয় হিসেবে উঠে আসছেন উনি আর কেউ নন দেশকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাক্তি এবং দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ...